কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রেমের মধুচন্দ্রিমা

 এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম | ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:০৯ | সাহিত্য 


গোধূলি লগ্নে পুর্ব দিগন্তে

শশীর সোনালী জোৎস্নার খেয়ালীপনা

নদীর বিশাল জলরাশিতে সুনশান নিরবতা

শীতের স্নিগ্ধতায় হৃদয়ে প্রেয়সীর ব্যাকুলতা,

 

ধূসর বালুকণায় নগ্নপদে চুপিসারে

অষ্টাদশী তরুণী প্রেমিকের বাহুডোরে

প্রেমের মধুচন্দ্রিমায় একাকার দু'জনা

জীবনের নবদিগন্ত সৃষ্টির উল্লাসে।

 

অনুভবের প্রাণোচ্ছ্বল অনুভূতি

হৃদয়ে ভাললাগা ভালবাসার সুনামি

স্বপ্নের রাজ্যে ডানা মেলে অজানায়

তবুও সারাক্ষণ হারানোর শংকা,

 

ওই দূর গাঁ থেকে বিচ্যুরিত বিদ্যুতের আলো

ইঞ্জিনের নৌকার বিরক্তিকর আওয়াজ

এলোমেলো ভাবনাগুলোয় ছন্দপতন

আবার কবে দেখা হবে ভাবনায় গৃহে ফেরা।

 

জীবনের চাওয়া-পাওয়ার হিসাব নিকাশ

ললাটে নিন্দুকদের তির্যক দৃষ্টি পরনিন্দা

তবুও ভালবাসার তাজমহল গড়তে

জীবন বাজি রাখার যেন এক দীপ্ত শপথ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর