কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সহশ্রাম-ধূলদিয়া ইউপিতে নৌকার জয়, ভোটের সরঞ্জাম ছিনতাইয়ের চেষ্টা, মাইক্রোবাসে আগুন

 স্টাফ রিপোর্টার | ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, ১২:১৩ | কটিয়াদী 


কিশোরগঞ্জে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবুল কাসেম আকন্দ (নৌকা) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ১৭৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মো. আবুল কাসেম আকন্দ (নৌকা) পেয়েছেন ৫৭১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান বাবলু (আনারস) পেয়েছেন ৫৫৩৪ ভোট।

এদিকে এ ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে ভোটের সরঞ্জাম নিয়ে মাইক্রোবাসযোগে ফেরার পথে ভোটগ্রহণ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে এ হামলার সময় দুর্বৃত্তরা মাইক্রোবাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

তবে ভোটের সরঞ্জাম নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তারা এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেসব ছিনিয়ে নিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অন্তত অর্ধশত রাউন্ড শর্টগানের গুলি ছুড়তে হয়েছে।

প্রসঙ্গত, সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হচ্ছেন, মো. আবুল কাসেম আকন্দ (নৌকা), মো. শাহজাহান মিয়া (ঘোড়া), মো. আলতাফ উদ্দিন (মটর সাইকেল), মো. বাবলু (আনারস) এবং হবিকুল ইসলাম (হাত পাখা)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর