কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ কাল, ব্যাপক জমায়েতের প্রস্তুতি

 স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ৩:৪৯ | রাজনীতি 


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গণসমাবেশ করবে দলটি। দুপুর দুইটায় শহরের আজিমউদ্দিন  উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এটি কিশোরগঞ্জের স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

এ লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম উপজেলা ও পৌর কমিটির নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। গ্রামে গ্রামে পাড়া মহল্লায় চলছে লিফলেট বিতরণ।

বহুদিন পর এ ধরণের বড় কর্মসূচির আয়োজন করায় জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

সমাবেশের সার্বিক প্রস্তুতি ও নানা বিষয় নিয়ে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি সংবাদ সম্মেলন করেছে। জেলা শহরের স্টেশন রোডের সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সহ-সভাপতি মো. রুহুল হোসাইন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতারা জানান, প্রশাসনের নানা ধরণের শর্তের মধ্যেই তারা সমাবেশটি করছেন। শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ ও পুরাতন স্টেডিয়ামে সমাবেশ করতে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন তারা। কিন্তু ওই দুটি মাঠে অনুমতি পাওয়া যায়নি। বিকল্প হিসেবে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবারের (৩০ ডিসেম্বর) সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এতে প্রধান বক্তা হিসেবে থাকছেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, দলের চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর