কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে পলিথিন ও পানির কারখানাকে জরিমানা

 সোহেল সাশ্রু, ভৈরব | ১৫ মে ২০১৮, মঙ্গলবার, ১২:২৯ | ভৈরব 


ভৈরবে দূষিত ও জীবাণুযুক্ত পানি উৎপাদন করে বাজারজাত করা এবং অবৈধভাবে পলিথিন উৎপাদন করার দায়ে দুইটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা ও জগন্নাথপুর কমলার মোড়ের একটি পলিথিন কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, দূষিত পানির নাম জীবন নয়। মানুষের সব ধরণের রোগের প্রধান কারণ হলো দূষিত পানি। বিএসটিআই ১৯ ধারা লঙ্ঘন করে পানি উৎপাদন ও সরবরাহ করার অপরাধে একটি কারখানাকে জরিমানা করা হয়।

এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরণ আইনে অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে একটি পলিথিন কারখানাকে জরিমানা করা হয়। ভৈরবে একাধিক দূষিত পানি উৎপাদন কারখানা ও অবৈধ পলিথিন উৎপাদন কারখানা রয়েছে। সেসব কারখানাগুলোতে পযার্য়ক্রমে এ ধরণে অভিযান পরিচালনা করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর