কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উদ্বোধন হওয়া ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা ২০২১-২০২২’ এ সুলতান আফজাল আইয়ূবী সম্পাদিত ভাঁজপত্র ‘নিন্দা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠের মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ মোড়ক উন্মোচন করা হয়।
বেসরকারি গ্রন্থাগার সমিতির স্টলে আনুষ্ঠানিকভাবে ভাঁজপত্রটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার সদস্য সচিব ও জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।
‘নিন্দা’ ভাঁজপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান এডভোকেট শেখ নূরন্নবী বাদল।
সংস্কৃতিকর্মী জিয়াউল হক বাতেনের সঞ্চালনায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীরা অংশ নেন।
‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা ২০২১-২০২২’ চলবে আগামি ২ জানুয়ারি পর্যন্ত। মেলাকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা আয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।