কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা আলোচনায় সুবর্ণ বিজয় অনুষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১১:৫১ | রকমারি 


বাঙালির ইতিহাস মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা, মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগের ইতিহাস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনবদ্য অবদানের ইতিহাস।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার প্রধান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং ৫ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান ও তাদের বীরত্ব গাথা আলোচনায় সুবর্ণ বিজয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, সাব সেক্টর কমান্ডার সরিত কুমার লালা, সমাজ সেবক আনোয়ার হোসেন খান, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান কবি শ্যামসুন্দর শিকদার।

প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে অনুষ্ঠান উদ্বোধন করেন মঞ্চ সারথী আতাউর রহমান।

আলোচনায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, কথাশিল্পী সেলিনা হোসেন, কবি আজিজুর রহমান প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশনায় মনোজ্ঞ এ অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গীয়'র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং নাট্য ব্যক্তিত্ব সামিয়া মহসিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর