কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান শুরু

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৯ জানুয়ারি ২০২২, রবিবার, ১১:২২ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীর মাঝে কোভিড-১৯ করোনা টিকা (ভ্যাকসিন) প্রদান শুরু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

প্রথম দিনই মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টিকা গ্রহণ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, এমটিপিআই মো. সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স পূরবী রানী বিশ্বাস, শাহিদুল ইসলাম, মো. বোরহান উদ্দিন, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাছের মো. আব্দুল্লাহ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু বলেন, এ উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ হাজার ২৫৪ জন শিক্ষার্থী এ টিকার আওতায় আসবে। একজন শিক্ষার্থীও এ টিকার আওতার বাইরে থাকবে না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর