কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ পৌর সিপিবি’র সম্মেলন, দেবব্রত দাস দেবু সভাপতি, রফিক ভূইয়া সাধারণ সম্পাদক

 স্টাফ রিপোর্টার | ১৭ জানুয়ারি ২০২২, সোমবার, ৮:১৪ | রাজনীতি 


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ সদর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেবব্রত দাস দেবু সভাপতি ও রফিক ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমন মিয়া।

শুক্রবার (১৪ জানুয়ারি) সিপিবি জেলা কার্যালয়ে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ সদর পৌর শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমিক শাখার সম্পাদক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে এবং শহর শাখার সম্পাদক এডভোকেট হাসান ইমাম রঞ্জুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ছিলেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার।

উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে দেবব্রত দাস দেবু, রঞ্জিত সরকার, সাইফুল ইসলাম, শাজাহান কবীর, রফিক ভূইয়া, রজব আলী, আবুল হাসেম, আলী আকবর রাজ্জাকী কামরুল, শিপন মিয়া, সুমন মিয়া, আরজু মিয়া, রাধা চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ দ্বাদশ কংগ্রেস ও জেলা সম্মেলনকে সামনে রেখে জাতীয় এবং স্থানীয় ১০ দফা দাবি আদায়ে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করা, শ্রমিক গণ আন্দোলন সৃষ্টি করার মাধ্যমে কিশোরগঞ্জ পৌর এলাকায় বর্তমান ৫টি শাখার স্থলে ৯টি শাখা গঠন করার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অধিবেশন শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় শহরবাসীর মধ্যে সিপিবির জাতীয় ও স্থানীয় দাবি-দাওয়া ও বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পরে কাউন্সিল অধিবেশনে দেবব্রত দাস দেবুকে সভাপতি, কমরেড রফিক ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং সুমন মিয়াকে সহ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ সদর পৌর কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির পরিচিতি শেষে প্রধান অতিথি জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম সকলকে শপথ বাক্য পাঠ করান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর