কিশোরগঞ্জের বাজিতপুরে দেশীয় তৈরি একটি শুটারগানসহ মাসুদ মিয়া (৪০) নামে একাধিক মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এ অস্ত্রটিসহ গ্রেপ্তার করা হয়।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া মাসুদ মিয়া উপজেলার মাইজচর শ্যামপুর গ্রামের আসাদ মিয়া মেম্বারের ছেলে।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ মিয়ার বিরুদ্ধে বাজিতপুর থানায় তিনটি এবং পার্শ্ববর্তী কুলিয়ারচর থানায় একটি মামলা রয়েছে।
সে দীর্ঘদিন যাবৎ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাকে একটি দেশীয় তৈরি শুটারগানসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বুধবার (১৯ জানুয়ারি) তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।