কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ২১ জানুয়ারি ২০২২, শুক্রবার, ২:৪৬ | বিশেষ সংবাদ 


ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষকে গ্রেপ্তার ও গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিপিবি, শ্রমিক শাখা।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা শহরের গৌরাঙ্গাবাজারে রঙমহল চত্বরের সামনে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি, শ্রমিক শাখার জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।

এতে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, কিশোরগঞ্জ পৌর সিপিবি সভাপতি দেবব্রত দাস দেবু, বৌলাই ইউনিয়ন শাখার সম্পাদক মাহতাব উদ্দিন, অটো শ্রমিক নেতা সুমন মিয়া প্রমুখ।

বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণার প্রতিবাদ, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের মুক্তি দাবি, শ্রমিক নির্যাতন বন্ধ, কিশোরগঞ্জ জেলা শহরের যানজট নিরসন, রিক্সা, ভ্যান, অটোরিকশা বন্ধের ঘোষণা প্রত্যাহার, বন্ধ থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিল চালুসহ স্থানীয় ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর