কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মোহাম্মদ আশরাফুলের নান্দনিক ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন নবদিগন্ত

 স্টাফ রিপোর্টার | ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ১০:২৪ | খেলাধুলা 


কিশোরগঞ্জে অনুষ্ঠিত মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে নবদিগন্ত ক্রিকেট ক্লাব। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনালে মোহাম্মদ আশরাফুলের ৭৩ রানের নান্দনিক ইনিংসের ওপর ভর করে নোমান স্মৃতি সংসদের বিপক্ষে দুই উইকেটের জয় পায় নবদিগন্ত ক্রিকেট ক্লাব।

১৮০ রানের টার্গেটে দলের জয়ে কার্যকর ভূমিকা রেখে ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হন মোহাম্মদ আশরাফুল।

টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নবদিগন্ত। ব্যাট করতে নেমে নির্ধারিত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে নোমান স্মৃতি সংসদ।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালেও একপাশ আগলে রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ম্যাচের শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি ৭১ বলে ৭৩ রান করেন।

শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ২ উইকেটে শিরোপা নিশ্চিত করে নবদিগন্ত ক্রিকেট ক্লাব।

ফাইনাল শেষে বিকালে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এতে সভাপতিত্ব করেন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।

এতে অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব হোসেন সারোয়ার লিটন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১ এর পৃষ্টপোষকতা করেছে এক্সপো গ্রুপ।

এর আগে গত বছরের ৯ মার্চ এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

লীগে ১৬টি দলের অংশগ্রহণে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর