কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ৩:২৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, ভেটেরিনারি সার্জন ডা. মো. লৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।

প্রদর্শনীতে মোট ৪১টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী,কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি স্থান পায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান জানান, খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

খামারীদের উন্নতজাতের গবাদীপশু ও পাখি পালনে আগ্রহী করে তোলা ও নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করা এবং বাজারজাত করণ ব্যবস্থার লিংকেজ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর