কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ২:৫৬ | তথ্য প্রযুক্তি 


কিশোরগঞ্জে শোভাযাত্রা ও সেমিনারের মধ্য দিয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসন এই শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকমিউনিকেশন সার্ভিসের সাফল্য’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন, জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, বিটিসিএল এর সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর