কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে তিন শতাধিক পাঠা বলী দিলেন সনাতন ধর্মাবলম্বীরা

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার, ৮:১৬ | কটিয়াদী 


সরকারি পুঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ হলেও কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মাবলম্বীদের পুঞ্জিকামতে শুক্রবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন ১লা বৈশাখ উদযাপিত হয়েছে।

বাংলা নববর্ষে এখানে সনাতন ধর্মাবলম্বীগণ একটি বিশেষ পুজা অর্চনা করে থাকেন এবং এ পুজার অংশ হিসাবেই পাঠাবলী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ এপ্রিল) কটিয়াদী পশ্চিমপাড়া মহামায়া বটতলায় দিনব্যাপী পুজা ও পাঠাবলী দিতে দূর দূরান্ত থেকে পুজারীগণের সমাগম ঘটে।

বিশেষ মনোবাসনার জন্য মহামায়া বটতলায় বলীর জন্য মানত হিসাবে পাঠা নিয়ে আসেন।

ঠিক কবে থেকে এ পুজা ও পাঠাবলীর রেওয়াজ শুরু হয়েছে তার সঠিক কোন হিসাব না থাকলেও ধারণা করা হয়, প্রায় দুইশত বছর পূর্বে স্বর্গীয় বৈদ্যনাথ সাহা মহামায়া বটতলায় ১লা বৈশাখে এ পুজা ও পাঠাবলী আয়োজন করেন।

প্রাচীন এই বটগাছের নিচেই বাংলা নববর্ষে মহামায়া পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।

মহামায়া পুজা উপলক্ষে বটতলা ও এর আশপাশ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরণের খেলনা, ঘুড়ি, বুট-বাতাসা, সন্দেশ ইত্যাদি পণ্যের মেলাও বসে।

শিক্ষক মধুসুধন সাহা বলেন, এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানত হিসাবে নিয়ে আসা ৩১০টি পাঠা বলী দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর