কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাদ্রাসা শিক্ষক মামার খুনি ভাগ্নে গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১৬ এপ্রিল ২০২২, শনিবার, ১:৪৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক মামা আফজাল হোসেন ওরফে আবু রায়হান (৩২) কে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাগ্নে জাহেদুল ইসলাম মহসিন (২২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিতভাবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

এছাড়া গ্রেপ্তারের পর জাহেদুল ইসলাম মহসিনের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ঘাতক জাহেদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসুদপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

অন্যদিকে নিহত আফজাল হোসেন ওরফে আবু রায়হান পোড়াবাড়িয়া জামতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক।

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া জামতলা গ্রামের নিজ বাড়িতে ভাগ্নে জাহেদুল ইসলাম মহসিনের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন মাদ্রাসা শিক্ষক আফজাল হোসেন রায়হান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর