kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কবিতা

ক্ষমার অধিকার আকিব শিকদার | ১৯ মে ২০১৮, শনিবার, ২:০২ | সাহিত্য 


যদি এক ঢোক জল দাও তৃষিতের মুখে
একজন আছেন, তোমাকে দেবেন ফোয়ারা ভরা অমৃত সুধা
যদি এক মুঠো ভাত দাও অনাহারীর হাতে
একজন আছেন, মেটাবেন তোমার পাহাড়সমান ক্ষুধা।

যদি একবার ডাকো, তাকে মনে রাখো
সে দেবে তোমায় এমন অনেক কিছু যা দেয়নি কেউ
এতই দয়ালু তিনি- থামবে না তার
অপার দানের হাত, তুমি তাকে ভুললেও।

অথচ, যদি লুটে খাও কারও এক-তিল
একজন যে আছেন-  তার নেই অধিকার
বিচারদিনে নির্বিচারে ছাড়বার
যার ধন লুটে খেলে সে যদি তোমায় না করে ক্ষমা।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবর

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ