কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০২২, মঙ্গলবার, ১:৩৫ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বাজিতপুর থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজিতপুর পৌরসভার দড়িকান্দি এলাকায় বাজিতপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী শাহীন মিয়া বাজিতপুর উপজেলার পশ্চিম নিতারকান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে।

বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করে জানান, শাহীন মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজিতপুর পৌরসভার দড়িকান্দি এলাকায় বাজিতপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সোমবার (৩০ মে) বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর