কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২৩-২৭ মে পাকুন্দিয়ায় কুকুরকে ভ্যাকসিন

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ২০ মে ২০১৮, রবিবার, ৬:১১ | স্বাস্থ্য 


দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য ২১ মে মাইক্রো প্ল্যানিং, ২২ মে প্রশিক্ষণ এবং ২৩-২৭ মে পর্যন্ত পাঁচ দিন উপজেলার পৌরসদরসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও বাড়িতে গিয়ে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হবে।

রোববার দুপুরে পাকুন্দিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় বক্তারা এসব তথ্য জানান। স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনওয়ারুর রউফ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।

ডা. হাসিবুর ছাত্তারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন বণিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর