কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বানের পানিতে ফিশারি ডুবে অর্ধকোটি টাকার ক্ষতি

 স্টাফ রিপোর্টার | ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ৯:৩৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে বানের পানিতে ‘একতা ফিশারিজ’ নামে একটি ফিশারি তলিয়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন বলে ক্ষতিগ্রস্ত খামারিরা জানিয়েছেন। আকস্মিক বন্যায় ফিশারি তলিয়ে যাওয়ায় খামারিদের মাথায় হাত পড়েছে।

কটিয়াদী উপজেলার বোয়ালিয়া মৌজার সোয়াডিঙ্গি এলাকায় ১০ একর জমির উপর এলাকার ১০ জন যুবক সম্মিলিতভাবে ‘একতা ফিশারিজ’ নামে মৎস্য খামারটি গড়ে তুলেছিলেন।

ক্ষতিগ্রস্ত খামারটির চেয়ারম্যান জাকির আহমেদ জানান, ফিশারিতে তারা প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন।

চার মাস আগে ফিশারিতে নতুন করে ১৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন। প্রতি মাসে খামারটিতে ৬ টন করে খাদ্য দিয়ে আসছেন।

মাছের পোনা পাইল দিয়ে বড় হয়ে রুই আড়াই কেজি, কাতলা ৪ কেজি, মৃগেল ৪-৫ কেজি, গ্রাসকার্প ৫-৬ কেজি, সরপুঁটি আধাকেজি, কার্পু ২-৩ কেজিসহ বিভিন্ন প্রজাতির মাছ জমে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ জমা হয়।

ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, একরাতের ব্যবধানে মঙ্গলবার (২১ জুন) সকালে বন্যার পানিতে ফিশারির পাড় ডুবে যায়। এতে শতকরা প্রায় ৭০ ভাগ মাছ খামার থেকে বের হয়ে চলে গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর