কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পদ্মা সেতু

 মোঃ বজলুর রশীদ | ২৮ জুন ২০২২, মঙ্গলবার, ৬:০৮ | সাহিত্য 


(উৎসর্গ: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে)

পদ্মার এপাড় ওপাড় দুপাড়ের মানুষের কষ্ট দেখে, মানুষের দুঃখ দেখে,

কত বড় দুঃসাহসের কাজ তুমি,

কত বড় সংগ্রামের কাজ তুমি,

হাতে নিলা পদ্মা সেতু, তাইতো, মানবতার মা জননী, সংগ্রামী মা তুমি।।

 

পদ্মা সেতু নিয়ে এ দেশবাসীর দীর্ঘ দিনের জল্পনা আর কল্পনা,

বাস্তবে রূপ দিলা বঙ্গবন্ধুর কন্যা তুমি, স্বাধীন চেতা রক্ত তুমি,

জাতির পিতার রক্ত তুমি, সেজন্যই পারছো তুমি।।

 

লাগলো না বিশ্বব্যাংকের আর্থিক কোন অনুদান।

লাগলো না ধনী দেশের চুক্তির কোন বিনিময়।

লাগলো না কোন দেশের কোন সাহায্যই।।

 

শুধুই ৭ই মার্চের জাগরণের জাগনাতে আর শক্তিতে,

নিজেরই কলা-কৌশলে, এই দেশেরই অর্থায়নে,

হয়ে গেল অহংকার আর গৌরবের সেই পদ্মা সেতু।

পদ্মা সেতু নির্মাণ শুরু হলো এপাড় ওপাড় মিতালী বন্ধন।

এপাড় ওপাড় দুপাড়ের বড় চাওয়া পাওয়ার হলো অবসান।।

 

অপূর্ব সুন্দর এই পদ্মা সেতু,

মনোরম সুন্দর এই পদ্মা সেতু,

এ সেতু বাড়িয়ে দিল জাগিয়ে দিল বাঙালী কি-না পারে।

বিশ্ব দরবারে তাই বীর বাঙালীর এত ইজ্জত এত সম্মান।।

 

ভ্রমণ পিয়াসী, দেশপ্রেম পিয়াসী, একবার দেখে যাও

ঐ সেতু, কোন সেতু, সেই সেতু,

কত বড় কাঙ্খিত ঐ পদ্মা সেতু,

কত বড় নয়নাভিরাম বিশ্বখ্যাত আজ আমাদের পদ্মা সেতু।।

 

সেতুর নিচে বড় বড় লঞ্চ চলে, জাহাজ চলে,

কত রং বিরঙ্গের সাম্পান চলে,

কত হরেক রকম নৌকা চলে।

নৌকার মাঝি হাস্যরসে আত্মহারায়-

ফ্যাল ফেলিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে নেয়;

তার মাথার উপর ঐ সেতুতে ঝুক্কুর ঝুক্কুর ট্রেন চলে,

আবার শা-শা করে দেশ বিদেশের দামি-দামি ট্রেন চলে।

সেতুর আকাশে দেশ-বিদেশের পতাকা আঁকা বিমান চলে।।

 

সেতুতে বেবি চলে, ট্যাক্সি চলে, বাস চলে,

টাটকা রূপালী ইলিশের গাড়ী চলে,

আহা! কি সুন্দর ফুলে ফুলে সাজানো

নব বধুর গাড়ী চলে ঐ সেতুতে।।

 

আর্থিক উন্নতিতে পদ্মা সেতু, রাজস্ব উন্নতিতে পদ্মা সেতু,

এ সেতু নির্মাণ দেশের ধনী-দরিদ্র, গরীব-দুঃখীর উন্নয়ন,

তোমার আমার জীবন যাত্রার মান উন্নয়ন।

বঙ্গপিতা, বঙ্গমাতার সুযোগ্য কন্যা তুমি,

তোমার সুযোগ্য চিন্তা ধারায় পদ্মা সেতু নির্মাণ,

দেশের জন্য তোমার আরাম আয়েশ হয় বিসর্জন।।

 

দেশের আজ দেশপ্রেমিক জনতাই সারাক্ষণ বলছে তোমায়-

এই বিসর্জন তোমার বাবার থেকে পেয়েছো তুমি,

এই বিসর্জন তোমার মায়ের থেকে পেয়েছো তুমি।

পেয়েছো রাজনীতির শিক্ষাগুরু বঙ্গবন্ধু সাগর থেকে।

সেই সাগরে পতিত জাতীয় চার নেতার মোহনা থেকে।

পেয়েছো জ্ঞান পিপাসু জ্ঞানীদের আসর থেকে, ঐ মোহনা থেকে।

এই বিসর্জন পেয়েছো তুমি বঙ্গবন্ধুর মাঠে ঘাটে প্রান্তরে-

খেটে খাওয়া মানুষের মধ্য থেকে, তাদের মোহনা থেকে।

 

এই বিসর্জন এ দেশের জন্য তোমার, সকলের জন্য তোমার,

তোমার জীবনের এই বিশাল সীমাহীন অর্জন।

এই নয়নাভিরাম পদ্মা সেতু তারই এক প্রতিবিম্ব-প্রতিফলন।।

# মোঃ বজলুর রশীদ, জেল সুপার, কিশোরগঞ্জ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর