কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বুদ্ধিবৃত্তিক চিন্তক-লেখক আব্দুল হান্নানকে সম্মাননা প্রদান

 স্টাফ রিপোর্টার | ২ জুলাই ২০২২, শনিবার, ৮:৩৭ | রকমারি 


বুদ্ধিবৃত্তিক চিন্তক ও প্রবীণ লেখক আব্দুল হান্নানকে নিবেদিত সাহিত্যসাধনার জন্য ‘সন্দীপন সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ জুলাই) বিকেলে সন্দীপন সাহিত্য আড্ডা’র উদ্যোগে কিশোরগঞ্জ জেলা শহরের শেরাটন হলরুমে লেখা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ছড়াকার বিজন কান্তি বণিকের সভাপতিত্বে ও কবি ছদরুল উলার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী নাসিরউদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক-সিনিয়র সাংবাদিক মু আ লতিফ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, কবি বাঁধন রায়, আবৃত্তিকার-নাট্যভিনেতা ম.ম জুয়েল, কবি আমিনুল ইসলাম সেলিম, কবি খন্দকার আসিফুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সাহিত্যের নানা শাখায় অর্ধশতাধিক গ্রন্থের সম্মাননাপ্রাপ্ত লেখক আব্দুল হান্নানকে নগদ টাকা, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

অনুষ্ঠানে কবি-সাহিত্যিক-সাংবাদিকগণ ছাড়াও সাহিত্যনুরাগী নানা শ্রেণি পেশার মানুষ এবং সম্মাননাপ্রাপ্ত লেখকের লেখকের সুহৃদ, শুভাকাঙ্খীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর