কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উৎসবমুখর পরিবেশে করিমগঞ্জ পৌর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৩০ জুলাই ২০২২, শনিবার, ৩:২৩ | রাজনীতি 


কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকালে স্থানীয় মোরগ মহালে এ সম্মেলনের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আবু তাহের।

করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনিছুর রহমান টুকুর সার্বিক পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী মামুন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী।

এতে প্রধান বক্তা ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সিনিয়র সদস্য আজহারুল ইসলাম ফকির রতন, করিমগঞ্জ উপজেলা যুবলীগের শীর্ষ নেতা মোয়াজ্জেম হোসেন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতা আজিজুল হক কামাল, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জিল মোল্লা, করিমগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হায়াত রনি, করিমগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী কতে হবে।

দেশের উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়ায় এমন যে কোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিটি নেতাকর্মীকে রুখে দাড়িয়ে তা প্রতিহত করার আহবান জানান।

সম্মেলনের শুরুতেই পচাঁত্তরের ১৫ আগস্টে সপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি আবুল হাশেম চৌধুরী, উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ তারুসহ প্রয়াত সকল নেতাকর্মীর প্রতি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আব্দুল জলিলকে সভাপতি ও আনিছুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপজেলা কৃষক লীগের সহসভাপতি নুরু মেম্বারসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর