কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তুলার মিলে অগ্নিকাণ্ড

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৩১ আগস্ট ২০২২, বুধবার, ১২:৩৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারের একটি তুলার মিলে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজারে অবস্থিত আবুল হোসেনের তুলার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ তুলার মিলে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়ে। এতে বাজারসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় আশপাশে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ততক্ষণে মিলে থাকা তুলা ও তুলা প্রক্রিয়াজাতকরণের মেশিন পুড়ে যায়।

মিলের মালিক আবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ফলে তুলা প্রক্রিয়াজাতকরণের একটি মেশিনসহ মিলে থাকা প্রায় ৪০ মণ তুলা পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

মঠখোলা নামা বাজার পরিচালনা কমিটির সভাপতি হোসেন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিল মালিকের প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি। ফায়ার সার্ভিসের এটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের সময় পাকুন্দিয়া থানার এসআই মজিবুর রহমান ও এগারসিন্দুর ৬নং বিট কার্যালয়ের দায়িত্বে থাকা এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর