কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৪:০৩ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম মিয়া (২৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কাওনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের এই ঘটনাটি ঘটে।

নিহত মো. নাঈম মিয়া উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের নরসুন্দা নদীর উপর নির্মাণাধীন ব্রীজের জন্য কিশোরগঞ্জের এস আলম ঠিকাদারী প্রতিষ্ঠান কাওনা বাজারের দিনারের ফার্মেসী থেকে অবৈধভাবে কৃষক নাঈম মিয়ার জমির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ওই জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান কৃষক নাঈম। এ সময় তিনি লাইন সরাতে গিয়ে তারে ধরা মাত্রই বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, আমাদেরকে না জানিয়ে সাইড কানেকশান দেওয়া হয়েছে। এ জন্য উভয়েই দায়ী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর