কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নানা কর্মসূচিতে কবি নূরে মালেক এঁর মৃত্যু বার্ষিকী পালিত

 স্টাফ রিপোর্টার | ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৮:৩৯ | রকমারি 


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শ্রমিক লীগ নেতা কবি নূরে মালেক এঁর ১৩তম মৃত্যু বার্ষিকী তিনদিনব্যাপী নানা কর্মসূচিতে পালন করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ জুম্মা নিজগ্রাম বোয়ালিয়া বাজার জামে মসজিদ, ভাংনাদী জামে মসজিদ ও কবির নিজবাড়িতে কোরানখানি ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বোয়ালিয়ায় কবির কবরে ফুল দিয়ে সম্মান জানানো হয়। ওইদিন বিকালে কবির নামে প্রতিষ্ঠিত কবি নূরে মালেক মজিব স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার প্রাঙ্গণে এক স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজিজুল হক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবির সহপাঠী ও বাল্যবন্ধু প্রধান শিক্ষক আহসান হাবীব, নূরুল ইসলাম ফরায়জী কালাম মাষ্টার, কবীর আহম্মদ, মেজবাহ উদ্দিন, রমিজ ডাক্তার, মোঃ হরুন মিয়া প্রমুখ।

বক্তারা কবির বাল্যকাল, শিক্ষাজীবন, কর্মজীবন, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি নানা দিক স্মরণ করে স্মৃতিচারণ করেন।

এছাড়া বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কবির নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে কটিয়াদী সদরে সংগঠনটির ক্যাম্পাসে সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীমের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা কবির অগ্রজ জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম, ছড়াকার-সাংবাদিক আহমদ আমীন, কবি হারুন রশীদ, কবি বেবী মোস্তফা, রাজীব কুমার সরকার পলাশ, কবির ভ্রাতুষ্পুত্র যুবনেতা মোস্তাফিজুর রহমান, ছাত্রনেতা এনামুল হক বাবু, রনি খান প্রমুখ।

স্মরণসভা শেষে কবির নামে প্রতিষ্ঠিত কবি নূরে মালেক মজিব স্মৃতি পাঠাগারের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, কবি নূরে মালেক ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ বিসিআইসি’র রেস্টহাউজে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডে নিহত হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর