কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২ অক্টোবর ২০২২, রবিবার, ৮:২০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার পৌর এলাকায় কুড়িঘাটে বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার সাক্ষী কুড়িঘাট বধ্যভূমি।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২ অক্টোবর) কুড়িঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

পরে ১৯৭১ সালের শহীদদের স্মৃতির প্রতি পুস্পার্ঘ্য অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের ১৬ আগস্ট দিবাগত রাতে পাকিস্তান হানাদার বাহিনী রাজাকারদের সহযোগিতায় দেড় শতাধিক নারী-পুরুষকে হত্যা করে ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িঘাট এলাকায় ফেলে রাখে। এ সময় হত্যার শিকার হন হোসেনপুর বাজারের ব্যবসায়ী মধুসুদন সরকার, ছাত্র সত্যেন্দ্রনাথ মোদক, ব্যবসায়ী মনিন্দ্র চন্দ্র মোদক সাহা, সাহেবের চর গ্রামের হেলাল উদ্দিনসহ নাম না জানা আরো অনেককে।

জেলা গণপূর্ত বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নব নির্মিত এ স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন করে। এটি নির্মাণে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয় হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর