কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে মাদক ব্যবসায়ীসহ ৬৭ জন গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৩ | অপরাধ 


কিশোরগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫ মাদক ব্যবসায়ীসহ মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ২৫৮ পিস ইয়াবা, ৩০৯ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে।

মিডিয়া সেল সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৬১পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। করিমগঞ্জ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে। পাকুন্দিয়া থানা পুলিশ ৩৩পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। কটিয়াদী থানা পুলিশ ২৫৯ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। ভৈরব থানা পুলিশ ১২৭ পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে। নিকলী থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ইটনা থানা পুলিশ ২০পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। মিঠামইন থানা পুলিশ ২০লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে।

মাদক সংক্রান্ত উদ্ধারে ১৪টি মামলায় সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ও পরোয়ানা মূলে ৫২ জন আসামি গ্রেপ্তার করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর