kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কটিয়াদীতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই নিহত মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৫ মে ২০১৮, শুক্রবার, ৭:২৯ | কটিয়াদী 


কটিয়াদীতে শ্বশুরবাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেড়াতে ফালু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন মৃত তমিজ উদ্দিনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই নিহতের ঘটনা ঘটে।

নিহত ফালু মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের সোনাম উদ্দিনের ছেলে এবং আনন্দবাজার সংলগ্ন এলাকার মৃত তমিজ উদ্দিনের জামাতা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ফালু মিয়া শ্বশুরবাড়ির একটি আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠেন। এ সময় গাছের পাশে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে তার মরদেহ নামিয়ে আনেন। এ সময় উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে।

এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের খোলা তারে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।

কটিয়াদী পল্লী বিদ্যুতের ডিজিএম লতিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে এজিএম পুলিশের সহায়তার মরদেহ গাছ থেকে নামিয়ে আনেন।

কটিয়াদী থানার এসআই ফারুক আহম্মেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ