কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশনের শোক

 স্টাফ রিপোর্টার | ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৭:৫০ | রকমারি 


কিশোরগঞ্জের প্রবীণ শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী (আরআরসি)-এর মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থান তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মাহফুজ পারভেজ এক শোকবাণীতে বলেন, "তিনি ছিলেন আদর্শবান শিক্ষক ও আলোকিত মানুষ। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের মনীষার জগতে শূন্যতার সৃষ্টি হবে।"

উল্লেখ্য, অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী তৃতীয় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০১৭ পেয়েছিলেন। কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ৭ জানুয়ারি ২০১৭ সালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদাপীঠ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল মিলনায়তনে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বরেণ্য চিকিৎসক ডা. এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূর জাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক ‘প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী’ শীর্ষক সম্মাননা বক্তৃতা-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ সম্মানা দেন।

কিশোরগঞ্জ জেলার তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত আলোচক ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইনামুর রহমান চৌধুরী, দীপ্তিমান শিক্ষক দম্পত্তি অধ্যক্ষ নূরুল ইসলাম, শিক্ষাবিদ বেগম খালেদা ইসলাম, লেখক ও গবেষক মু. আ. লতিফ,  ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রান্সের সভাপতি সাদেক খান, কর্নেল অব নাজনীন, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি সমাজ সেবক আমিনুল ইসলাম আশফাক, প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। সংবর্ধিত শিক্ষাবিদের অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর ছেলে আফজালুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে চিকিৎসক ডা. এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূর জাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক ‘প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী’ শীর্ষক সম্মাননা বক্তৃতা-২০১৭ এর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের প্রফেসর লেখক ও কবি ড. মাহফুজ পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নন্দনতাত্ত্বিক সমালোচক অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. এবিএম সাইফুল ইসলাম। সংবর্ধিত শিক্ষাবিদকে পুষ্পস্তবক জ্ঞাপন করেন শিক্ষক মো. আতাউর রহমান, সভাপতিকে পুষ্পস্তবক অর্পণ করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন ও ফারুকুজ্জামান। উত্তরীয় জ্ঞাপন করেন মহিনন্দ ফরিদা মাহমুদ ঝর্ণা পাঠাগারের সভাপতি গ্রন্থপ্রেমী ফিরোজ উদ্দিন ভূইয়া, উপহার জ্ঞাপন করেন জেলা বেসরকারী গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন। পরে ফরিদ আহমেদের লেখা একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এর আগে কিশোরগঞ্জের নন্দিত ব্যক্তিত্ব ডা. এ এ মাজহারুল হক ও সমাজসেবী নূর জাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন কর্তৃক সম্মাননা-২০১৭ প্রদান করা হয় গুরুদয়াল সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক প্রফেসর বিশিষ্ট অনুবাদক কবি ও লেখক রফিকুর রহমান চৌধুরীকে।

এ সময় কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতিপূর্বে ১ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৫ (আলোর পথের যাত্রী: সাহিত্যিক-শিক্ষাবিদ প্রাণেশকুমার চৌধুরী), ২য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৬ (দীপ্তিমান শিক্ষকদম্পতি: অধ্যক্ষ মুহঃ নূরুল ইসলাম/খালেদা ইসলাম বড়আপা), ৩য় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা বক্তৃতা ২০১৭ (প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক: প্রফেসর রফিকুর রহমান চৌধুরী), ৪র্থ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৮ (ঋদ্ধ মননের প্রাগ্রসর ভূমিপুত্র শতবর্ষী ব্যক্তিত্ব: শাহ মাহতাব আলী) এবং ৫ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০১৯ (স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা বিস্তারের পথিকৃৎ: প্রফেসর ডা. আ. ন. ম নৌশাদ খান-ডা. সুফিয়া খাতুন) অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা ২০২০  পেয়েছেন নাসিরউদ্দিন ফারুকী, ভূপেন্দ্র ভৌমিক দোলন ও এ্যাড. শাহ আজিজুল হক।

ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ. এ. মাজহারুল হক এবং সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের শিল্প, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা ও বুদ্ধিবৃত্তিক সংস্থা 'মাজহারুন-নূর ফাউন্ডেশন' কর্তৃক ৭ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০২১ ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জের জীবিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জীবনব্যাপী বিশিষ্ট অবদানের স্বীকৃতি জানাতে ও ঐতিহাসিক মূল্যায়ন করতে ২০১৫ সাল থেকে এ সম্মাননা বক্তৃতা আয়োজন করা হচ্ছে।

৭ম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা-২০২১ প্রদান করা হয়েছে ইতিহাসবিদ, সাংবাদিক, পাঠ ও পাঠাগার আন্দোলনের অগ্রণীজন মু.আ. লতিফ, মুক্তিযোদ্ধা-শিক্ষাবিদ ঊষা দেবী এবং শতবর্ষ অতিক্রমকারী ১২০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলীমুদ্দীন লাইব্রেরীকে, যারা কিশোরগঞ্জের সামাজিক ইতিহাস ও সাংস্কৃতিক বিন্যাসে স্বকীয় কৃতিত্বের প্রভায় উজ্জ্বল। জীবনব্যাপী কিশোরগঞ্জের মাটি ও মানুষের জন্য শৈল্পিক দ্যোতনায় নান্দনিক বর্ণালী সৃজন করেছেন এই তিন গুণান্বিত ব্যক্তি ও প্রতিষ্ঠান।

'মাজহারুন-নূর ফাউন্ডেশন' গতানুগতিক সম্মাননার বদলে ব্যক্তির কর্ম ও কীর্তির বিশ্লেষণমূলক-মূল্যায়নভিত্তিক সম্মাননা বক্তৃতার মাধ্যমে তার প্রকৃত স্বরূপ চিহ্নিত করে এবং এরই ভিত্তিতে জ্ঞাপন করা হয় যথাযথ সম্মান। সম্মাননা স্মারকের পাশাপাশি লিখিত আকারে বক্তৃতা-পুস্তিকায় চিত্রিত হন সম্মাননা প্রাপ্তগণ।

মাজহারুন-নূর ফাউন্ডেশন এই বুদ্ধিবৃত্তিক-একাডেমিক আবহে ধারাবাহিকভাবে সম্মাননা বক্তৃতার আয়োজন করে আসছে, যা কিশোরগঞ্জে তো বটেই, বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী। শুরু থেকে সম্মাননা বক্তৃতা প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী ড. মাহফুজ পারভেজ, যিনি কিশোরগঞ্জে পাবলিক লেকচার সিরিজের মাধ্যমে গণবুদ্ধিবৃত্তিক পরিসর তৈরির পথিকৃৎ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর