কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ও নবনির্মিত ভবন উদ্বোধন

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার, ১:১৫ | কটিয়াদী 


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। ২১ বছর দেশকে দাবিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কাজেই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। রোববার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বোয়ালিয়া তাহেরা নূর স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এবং তাঁর মামা কটিয়াদী উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আসাদুজ্জামানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তাহেরা নূর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মঈনুজ্জামান অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রী সরেজমিন আমাদের রাস্তাঘাট দেখে গেছেন। আশা করি অচিরেই এসব রাস্তাঘাটের উন্নয়ন হবে।

এর আগে পাকুন্দিয়া পৌর ভবন উদ্বোধন ও আলোচনা সভায় অংশ গ্রহণ শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি একটি প্রাইভেট হেলিকপ্টারে কটিয়াদীতে অবতরণ করলে সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নূর মোহাম্মদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিকালে হেলিকপ্টার যোগে তিনি কটিয়াদী ত্যাগ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর