কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রেজাউল হাবীব রেজাকে ভোরের আলো সাহিত্য আসরের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ২৬ মে ২০১৮, শনিবার, ২:৫১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল হাবীব রেজা ৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশন ঢাকা কর্তৃক সম্মাননা পদক লাভ করায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের গৌরাঙ্গবাজারের সেগুনবাগিচায় অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ৪৮৯তম আসরে এই সংবর্ধনা দেয়া হয়।

ভোরের আলো সাহিত্য আসরের পৃষ্টপোষক, উপদেষ্টা ও কার্যকরী পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টামণ্ডলীর সভাপতি মো. আবুল বাহার।

এতে বিআরডিবি’র সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন প্রধান অতিথি এবং বিআরডিবি’র উপপরিচালক মো. হাফিজুর রহমান ভূঁইয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল হাবীব রেজা।

এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, এশিয়ানপোস্ট এর সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, দেশবরেণ্য কৃষি গানের শিল্পী সৈয়দ নূরুল আউয়াল তারা মিয়া, মুক্তিযোদ্ধা ডা. মো. ছিদ্দিক হোসাইন ও লায়ন এসএম জাহাঙ্গীর আলম।

সংগঠনের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় হাওর অঞ্চলবাসী মিঠামইনের সমন্বয়ক এম এ হালিম তালুকদার, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সদস্য সচিব ডা. মো. মোবারক হোসেন খান, সংগঠনের সহ-সভাপতি মো. মোতাহের হোসেন, সহ-সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার বিউটি, কবি সুবর্ণা দেবনাথ, জামাল উদ্দিন, আল মোহাম্মদ মোস্তফা, রেহান উদ্দিন, জহিরুল হাসান রুবেল প্রমুখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ রেজাউল হাবীব রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

যুদ্ধাপরাধ প্রতিরোধ ও নির্মুল আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করায় সম্প্রতি ৭১’র চেতনা বাস্তবায়ন ফাউন্ডেশন ঢাকা কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলনের সভাপতি রেজাউল হাবীব রেজাকে সম্মাননা প্রদান করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর