কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে কবি রাজন দেবনাথের ‘বড়ই বিচিত্র আমি’

 স্টাফ রিপোর্টার | ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৭:১৭ | সাহিত্য 


অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষ্যে কিশোরগঞ্জের তরুণ কবি রাজন দেবনাথ এর কবিতার বই 'বড়ই বিচিত্র আমি' প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান 'রৌদ্রছায়া'। প্রকাশক আহমেদ রউফ।

বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন রিপন চন্দ্র বণিক। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০/-(একশত আশি) টাকা। বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় রৌদ্রছায়ার ৫৬৭ নং স্টলে।

পেশায় আয়কর ও ভ্যাট উপদেষ্টা কবি রাজন দেবনাথ দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে যুক্ত হলেও 'বড়ই বিচিত্র আমি' কবিতাগ্রন্থটির মাধ্যমে তার লেখা প্রথম মলাটবদ্ধ হয়েছে।

তাঁর লেখা কবিতাগ্রন্থটি পাঠকমহলে সমাদৃত হবে এবং কবিতাপ্রেমীদের জন্য সুখপাঠ্য হবে বলে আশা প্রকাশ করেছেন কবি রাজন দেবনাথ।

এরই মধ্যে রকমারিতে বইটির প্রি-অর্ডারে বেশ সাড়া জাগিয়েছে। রকমারির মাধ্যমে ঘরে বসে বইটি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন: https://www.rokomari.com/book/278074/boroi-bichitro-ami


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর