kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

নিকলীতে ফাঁসিতে কিশোরীর আত্মহত্যা খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ২৭ মে ২০১৮, রবিবার, ৭:০৮ | নিকলী  


নিকলীতে পাখি আক্তার (১৫) নামে এক কিশোরীর নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর গ্রামের মফিল উদ্দিনের কন্যা। রোববার সকালে তার লাশ মর্গে পাঠিয়েছে নিকলী থানা পুলিশ।

জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর গ্রামের মফিল উদ্দিন ভাগ্যান্বেষণে দীর্ঘ দিন পূর্বে বন্দর নগরী চট্রগ্রাম চলে যান। স্বচ্ছলতা ফিরলে বছরপূর্বে স্ত্রী কন্যাসহ নিজ বাড়িতে ফিরে আসেন। তার মেয়ে পাখির সাথে উপজেলা সদরের বাসিন্দা ও প্রবাসী ফুফাত ভাইয়ের বিয়ের কথা চলছিলো। এ রকম পরিস্থিতিতে শনিবার বিকালে নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে।

নিকলী থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা রুজু হয়েছে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ