কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বিষ প্রয়োগে হাঁস নিধন, খামারির আহাজারি

 তাড়াইল সংবাদদাতা | ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৪ | তাড়াইল  


কিশোরগঞ্জের তাড়াইলে বিষ প্রয়োগে নজরুল ইসলাম রঞ্জু মিয়া নামে এক খামারির হাঁস নিধনের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কল্লা আছভায়া গ্রাম সংলগ্ন কাজলা নদীতে এ ঘটনাটি ঘটে।

খামারি নজরুল ইসলাম রঞ্জু মিয়া কল্লা আছভায়া গ্রামের সুন্দর আলীর ছেলে।

জানা গেছে, নজরুল ইসলাম রঞ্জু মিয়া প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নিজ খামারের প্রায় পাঁচ শতাধিক হাঁস পার্শ্ববর্তী কাজলা নদীতে নিয়ে যান।

হাঁসের পাল থেকে ৪০/৫০টি হাঁস নদীতে নামার সাথে সাথেই ধড়ফড় করে মারা যায়। এই দৃশ্য দেখার সাথে সাথেই রঞ্জু মিয়া বাকি হাঁসগুলো আটকে দেন।

খবর পেয়ে এ ঘটনার দেখার জন্য এলাকার শতশত নারী পুরুষ নদীর পাড়ে জড়ো হন।

খামারি রঞ্জু মিয়া বলেন, এই মৌসুমে নদী শুকিয়ে গিয়ে হাঁটু পরিমাণ পানি থাকে। তাছাড়া নদী থেকে বাঁধ দিয়ে মাছ তোলার কারণে স্থানে স্থানে গর্ত হয়ে ভেসে উঠেছে। সেই সব গর্তে প্রতিদিন সকালে হাঁস ছেড়ে দিয়ে বিকালে খামারে নিয়ে আসতাম।

রঞ্জু মিয়া অভিযোগ করেন, এলাকায় আমার অনেক শত্রু আছে। হয়তো এটা তাদেরই কাজ। তবে আমি যখন কাউকে বিষ প্রয়োগ করতে দেখিনি। তাই এ ব্যাপারে কোনও মামলা করিনি।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরজাহান বেগম বলেন, ভূক্তভোগী রঞ্জু মিয়া থানায় অভিযোগ করলে প্রশাসনের সহযোগিতায় আমরা মৃত হাঁসগুলি ময়না তদন্তসহ ঢাকার ল্যাবে পাঠাতে পারতাম। তাহলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতো। এছাড়া অন্য কোনও কারণেও হাঁস মরতে পারে। আমরা দেখে পরবর্তী ব্যবস্থা নিব।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর