কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হরিজন পল্লীতে পুলিশের মাদকবিরোধী অভিযান

 স্টাফ রিপোর্টার | ২৮ মে ২০১৮, সোমবার, ৫:৫১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার হরিজন পল্লীতে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযানের সময় বিপুল পরিমাণ চোলাই মদ, ড্রাম ও প্লাস্টিকের বোতলসহ মদ তৈরি ও সংরক্ষণের অন্যান্য উপকরণ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে হরিজন পল্লী থেকে মাদকসেবীরা পালিয়ে যায়।

মাদকবিরোধী এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত, পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান, পরিদর্শক (অপারেশন) তানভীর আহমেদসহ বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়।

অভিযান পরিচালনার সময়ে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বলেন, কিশোরগঞ্জ জেলাকে মাদকমুক্ত জেলা হিসেবে আমরা দেখতে চাই। এজন্যে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই পর্যন্ত মাদক ব্যবসায়ীসহ ৪৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করি, সর্বসাধারণের সহযোগিতায় মাদক নির্মুল করা সম্ভব হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর