কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২৩, সোমবার, ৬:৫২ | রাজনীতি 


কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গৌরাঙ্গবাজার এলাকার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে শহরের লাল পতাকার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন দাবিদাওয়া ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা সম্বলিত রঙবেরঙের প্লে-কার্ড, ব্যানার ও লাল পতাকা হাতে নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, ক্ষেতমজুর নেতা সেলিম উদ্দিন খান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার, সিপিবি নেতা রঞ্জিত সরকার, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা সিপিবির সদস্য নূরুল হুদা দুলাল, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, অর্জুন চক্রবর্তী, মাহতাব উদ্দিন,  রাজিব বণিক প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গণসঙ্গীত ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর