কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১১ মার্চ ২০২৩, শনিবার, ৯:১৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১২জন আহত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে পাকুন্দিয়া-মঠখোলা সড়কে উপজেলার আঙ্গিয়াদী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঠখোলা থেকে একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো -ট ২০-৩৯-৫১) পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল।

এসময় পাকুন্দিয়া থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতগতির যাত্রীবাহী রয়েল পরিবহন (ঢাকা মেট্রো - ব ১১-৬৬-২১) এর সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক চালক এবং বাসে থাকা শিশুসহ ১০-১২ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, রয়েল পরিবহনের চালক গাড়ি চালানোর সময় ভিডিও কলে কথা বলছিলেন। এসময় অসাবধানতায় উল্টোদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে যাত্রীরা বলেছেন।

যাত্রীরা বাসচালককে ভিডিও কলে কথা বলার বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে চালক মুহূর্তেই পালিয়ে যায়।

এ ঘটনায় প্রায় এক ঘন্টা পাকুন্দিয়া-মঠখোলা সড়কে দীর্ঘ জ্যাম তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর