কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে পাইপগান ও গুলিসহ সাত মামলার আসামি আটক

 স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০২৩, সোমবার, ৮:৩০ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড রাবার কার্তুজসহ রুকনুজ্জামান ওরফে রোকন (৩৮) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে। রোববার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ সরারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া রুকনুজ্জামান ওরফে রোকন বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে। বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, রুকনুজ্জামান ওরফে রোকনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রোববার (১২ মার্চ) রাতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি চিহ্নিত ডাকাত রুকনুজ্জামান ওরফে রোকনের বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকায় অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে রুকনুজ্জামান ওরফে রোকনকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাসি করে ১৪.৫ ইঞ্চি লম্বা একটি পাইপগান ও দুটি রাবার কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে বাজিতপুর থানায় অস্ত্র আইনে মামলা (নং-০৮, তারিখ- ১৩.০৩.২০২৩ খ্রি.) দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর