কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবার সুযোগ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:৪৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবার সুযোগ পেয়েছেন সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ। তিন দিন এ সুযোগ পাবেন তারা। উপজেলার পুলেরঘাট বাজারে পিজি ডেন্টাল সার্জারী এ ক্যাম্পের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সাধারণ লোকজন দাঁতের চিকিৎসা বিষয়ে উদাসীন। যথা সময়ে দাঁতের চিকিৎসা না করালে অনেক ক্ষেত্রে দাঁত ফেলে দিতে হয়।

সাধারণ লোকজনের মধ্যে দন্ত বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে এ কাম্পেইন এর আয়োজন করা হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার জনসাধারণ বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবার সুযোগ পাচ্ছেন।

তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে দন্ত চিকিৎসক জিয়া উদ্দিন টিটুর নেতৃত্বে দন্ত চিকিৎসক মেহেদী হাসান, মান্না হক, ডেন্টাল সার্জন ডা. ফুয়াদ খান চৌধুরী প্রমুখ চিকিৎসা সেবা দিচ্ছেন।

ক্যাম্পেইনে সেবা নিতে আসা লোকজনকে ‘সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট’ এর পক্ষ থেকে ফ্রি টুথপেস্ট দেওয়া হচ্ছে।

পিজি ডেন্টাল সার্জারীর কর্ণধার ডা. জিয়া উদ্দিন টিটু বলেন, দাঁত মানুষের মুখের সৌন্দর্য্য নিরূপণ করে থাকে। দাঁতের চিকিৎসা সেবা বিষয়ে অনেকেই উদাসীন। সাধারণ মানুষকে দাঁতের যত্ন নিতে, দাঁতের চিকিৎসা সেবা বিষয়ে সচেতন করার লক্ষ্যেই বিনামূল্যে এ ক্যাম্পেইন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর