কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবি’র বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৩, সোমবার, ৭:১৮ | রাজনীতি 


দফায় দফায় সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (১৭ এপ্রিল) বিকালে জেলা সিপিবির উদ্যোগে শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের গৌরাঙ্গবাজার স্টেশন রোড এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী।

জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট এম এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা সিপিবি নেতা রঞ্জিত কুমার সরকার, শিক্ষকনেতা মহিতোষ দাস, কৃষকনেতা মাহতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে সিপিবি. কৃষক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অবিলম্বে সারের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর