কিশোরগঞ্জ জেলার তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো, তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এই তিনটি বিদ্যালয় ছাড়াও আরো ৩৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়।
২৮ মে থেকে তালিকাভুক্ত এই ৩৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।