কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তি রাণী হত্যার বিচার দাবিতে হোসেনপুরে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২৩, সোমবার, ৬:৫৪ | হোসেনপুর 


নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সোমবার (৮ মে) বিকালে উপজেলার গোবিন্দপুর বাজারে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা মুক্তি রাণী বর্মনের হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান।

পাশাপাশি নারী ধর্ষণ-গণধর্ষণ-খুন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে কর্মসূচি থেকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক কুলসুম আক্তারের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা বাসদ মার্কসবাদীর সমন্বয়ক আলাল মিয়া, হাসনা আক্তার, কৃষক সংগঠনের জমির উদ্দিন, ছাত্রফ্রন্টের মজনু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২ মে দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বারহাট্টা উপজেলার ছালিপুরা এলাকায় দশম শ্রেণির ছ্ত্রাী মুক্তি রাণী বর্মণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার নামে এক বখাটে। এরপর বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর