কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শোলাকিয়া ঈদগাহ থেকে বনানী মোড় কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২০ জানুয়ারি ২০১৮, শনিবার, ১২:৩৩ | কিশোরগঞ্জ সদর 


আটাশ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ পৌরসভার শোলাকিয়া ঈদগাহ মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্ত থেকে সাহেববাড়ি হয়ে বনানী মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র মাহমুদ পারভেজ। শুক্রবার বাদ জুমআ চরশোলাকিয়া এলাকার সাহেববাড়ি মোড়ে তিনি এই সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

ইউজিপ-৩ এর আওতায় শোলাকিয়া ঈদগাহ মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্ত থেকে সাহেববাড়ি হয়ে বনানী মোড় পর্যন্ত ৮৬৭ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ হেমায়েত আলী সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে।

ফলক উম্মোচনের সময় স্থানীয় (৪নং ওয়ার্ড) কাউন্সিলর মো. সুলতান মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুছ ছালাম মিয়া, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, প্রকৌশলী শহিদুর রহমান, সমাজ সেবক হানিফ মিয়া, ইসলাম উদ্দীন, জাহাঙ্গীর আলম, সহিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাস্তার ফলক উম্মোচন শেষে স্থানীয় মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম জালালাবাদী মোনাজাত পরিচালনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর