কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী বাদল রহমানের মৃত্যুতে এমপি লিপির শোক

 স্টাফ রিপোর্টার | ৯ জুলাই ২০২৩, রবিবার, ৯:৩৮ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাদল রহমান এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আমার অত্যন্ত কাছের পরম আত্মীয় শ্রদ্ধেয় জনাব বাদল রহমান, কিশোরগঞ্জে যিনি ছায়ার মত সব সময় আমার পাশে থাকতেন। উল্লেখ্য তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর অত্যন্ত ঘনিষ্টজন ছিলেন। আজ সকালে তাঁর মৃতদেহ কিশোরগঞ্জ শহরে একটি পুকুরে পাওয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর