কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ছাত্রীদের উত্যক্ত করায় বখাটের এক বছরের কারাদণ্ড

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৩০ মে ২০১৮, বুধবার, ৭:০৫ | কটিয়াদী 


কটিয়াদীতে তিন স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শরীফ মিয়া (২৬) নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত শরীফ মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১টার পর কটিয়াদী পাইলট বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের রাস্তায় বখাটে শরীফ তাদেরকে দেখে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে থাকে। ছাত্রীরা এর প্রতিবাদ করলে স্থানীয় জনতা ছাত্রীদের সহায়তায় এগিয়ে আসে এবং থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে শরীফকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরীফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর