kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০১৮, বৃহস্পতিবার, ১:২৭ | শিক্ষা  


কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এই সংবর্ধনা ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এতে অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহম্মেদ, সরকারি এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষযক সম্পাদক সামছুল ইসলাম খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকে বই ও কলম উপহার দেয়া হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ