কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০১৮, বৃহস্পতিবার, ৬:৩২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মো. ফরিদুল ইসলাম অপু (২৫) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ কিশোরগঞ্জ শহরতলীর কলাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

দণ্ডিত মাদকসেবী মো. ফরিদুল ইসলাম অপু কিশোরগঞ্জ শহরতলীর কলাপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।

অভিযানের সময় মো. ফরিদুল ইসলাম অপু’র কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা ও ডান্ডি উদ্ধার করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ডান্ডিসহ মাদকসেবী মো. ফরিদুল ইসলাম অপুকে আটকের পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর