হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ এর আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বাজিতপুর পৌরসভার সামনে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এতে গণভোজে স্বতঃস্ফূর্তভাবে চার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বাজিতপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তুফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে গণভোজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বাজিতপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাজিতপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরগণ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।