কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এডভোকেসি সভা অনুষ্ঠিত

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২২ | বাজিতপুর 


‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ এডভোকেসি সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. অনন্যা হোসাইন, বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন, বাজিতপুর উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. সিরাজুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর