কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর থানার নতুন ওসি মুর্শেদ জামান বিপিএম

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৬:১৫ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে তিনি বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে ২০২১ সালের ১৮ আগস্ট যোগদান করেছিলেন। যোগদানের পর থেকে তিনি সেখানে আন্তরিকভাবে পুলিশি সেবা দিয়ে আসছিলেন।

অষ্টগ্রাম থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি একবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম এর আগে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে ২০১৮ সালের ১১ জুলাই যোগদান করেছিলেন।

তিন বছর এক মাসেরও বেশি সময় তিনি সেখানে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনের সময়ও তিনি একবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় ডিআইও-২ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া চেকপোস্টে জঙ্গি হামলার পর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।

বাজিতপুর থানার নবাগত ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বলেন, বাজিতপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করে যাব।

সকলের সহযোগিতায় বাজিতপুর থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর